জোনাকির সংসারে দুঃখ নেই
আছে অনাবিল খুশির রোশনাই
অন্ধকার সুড়ঙ্গে বসে আছে অসুখী মুখ
তারা জোনাকির মতো সুখী হতে পারে না কখনও।

বিবর্ণ সন্ধ্যায় প্রদীপের শিখা মিটিমিটি জ্বলে
শরীর থেকে খসে পড়েছে নীল সভ্যতা
কার্নিশে বসে আছে একদল অসুখী কাক
মানুষ এবং কাক দুই প্রজাতি চিরকালই অসুখী।

ঝড়ে ভেঙে যায় গাছ -
তবুও জোনাকির সংসারে জ্যোৎস্না চিরকাল
মানুষের ঘর ভেঙে গেলে দুঃখটা লিখে রাখে কপালে
বেদুইন মন নিয়ে জোনাকির দল সারা রাত উল্লাস করে।

           ******

রচনাকাল -
৯ই সেপ্টেম্বর ২০২৪