জ্বলছে আগুণ পুড়ছে সবুজ
কোথায় মিলবে ঠাঁই
ব্রাজিলের বুক যায় শুকিয়ে
আমাজন পুড়ে ছাই!


সবুজ জঙ্গল খাচ্ছে গিলে
দাবানলে সব শেষ
‘পৃথিবীর ফুসফুস’ দাউদাউ জ্বলে
সাবধান সব দেশ!


বিশ্ব উষ্ণায়নে যায় শুকিয়ে
নদী সাগরের বুক
তৃষ্ণার জল পাবেনা তোমরা
হারিয়ে যাবে সুখ!


চোয়াল্লিশ হাজার সেনা মোতায়েন
তবুও পুড়ছে আমাজন
অশান্ত দাবানলে জঙ্গল কাঁদছে
থমকে ভাবছে বিজ্ঞজন!


জঙ্গল কেটে বহুতল গড়ি
চেতনা ফিরবে কবে
প্রকৃতির সাথে যুদ্ধ নেমেছো
প্রতিশোধ সেতো নেবে!


   ****