গোধূলির শেষ আলোটা ছুঁয়ে আছে বিকেলের মেঘ
স্বপ্নের সেতুতে নামছে আঁধারের ছায়াপথ
ভিজে বাতাসে কলরব করছে বৃষ্টি ফোঁটার গন্ধ।


মেঘবালিকার হৃদয় জুড়ে শুধুই বৃষ্টির কলতান
অন্ধকার আকাশটাকে নিলাম করছে জোনাকির দল
ওরাই যেন বর্ষা আকাশের একছত্র অধিপতি।


হঠাৎ যদি নামে বৃষ্টি জোনাকির কান্না কজন শুনতে পায়
মানুষের ভাঙা ঘরের চাল দিয়ে পড়ে অঝোরে বৃষ্টি
কজন জানতে চায়, তোমরা রাত্তিরে ঘুমিয়ে ছিলে!


রাতের পর রাত না ঘুমিয়ে কাটে কত মানুষের
বৃষ্টির জল কখন যে বিছানা ভিজিয়ে চোখ দিয়ে নামে
কেউ কোন দিন জানতেও পারে না ...


অন্ধকার আকাশ জানে রাত্তিরের হাহাকার
মরা চোখে ঘুম আসে না আজকাল
জোনাকির গল্প শুনতে শুনতে কখন যেন ভোর হয়ে যায়।


      *********


রচনাকাল – ২৫/০৬/২০২০