মনের সুখে টানবো রথ
এমন আশা নেই
কঠিন রোগে ভুগছে দেশ
আলোর দিশা কই!


রথের রশি টানলে নাকি
অনেক পুণ্য হয়
জয় জগন্নাথ বলছি তবুও
কাটছে নাতো ভয়।


কোন পাপেতে দিলে প্রভু
এমন কেন সাজা
সবাই জানে তুমিই হলে
মোদের রাজার রাজা।


তোমার চরণ দিলেনা ছুঁতে
আসছে চোখে জল
শাপ মুক্ত করো প্রভু
হারিয়েছি মনের বল।


জয় জগন্নাথ জয় জগন্নাথ
বলছে সারা দেশ
চরণ ছোঁয়ার দাও অধিকার
দেখাও তোমার বেশ।


পুষ্প বৃষ্টি পড়ছে ঝরে
বাজছে শঙ্খ ঘণ্টা
ক্ষমা করো স্পর্ধা মোদের
পাবো কী তোমার মনটা?


    *****


রচনাকাল – ২৩/০৬/২০২০
বাংলা – ৯ই আষাঢ় ১৪২৭
( পুণ্য রথযাত্রা তিথি )