লক্ষ্মী মায়ের আরাধনায় ব্যস্ত সকল নারী
নিষ্ঠা ভরে করে পূজা পরে নতুন শাড়ি ।


লক্ষ্মী পূজায় কত আয়োজন হৃদয় ছোঁয়া খুশি
দুঃখ অভাব দূর করো মা ফুটুক সবার হাসি।


হিমেল হাওয়ায় পরশ পেয়ে সবুজ বনানী হাসে
গোলা ভরা ধান হবে তোমার ছোঁয়ায় এসে।


আকাশে বাতাসে মঙ্গল ধ্বনি এসেছে মা লক্ষ্মী ঘরে
প্রতিটি ঘরে লক্ষ্মী আরাধনা মাকেই বন্দনা করে।


কোজাগরী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা  হয়
একটি বছর প্রতীক্ষা শেষে মায়ের হৃদয় করবো জয়।


            *********