জীবন যেন জোয়ার ভাটা
কখনও খুশিতে ঢেউ
দুঃখের নদীতে যাবে ডুবে
ভাটাতে পড়লে কেউ।


বসন্ত বাতাসে রঙ লাগলে
হাসবে শিমুল পলাশ
হৃদয়ের রঙ হবে রঙিন
ওষ্ঠে সুগন্ধি সুবাস।


খুশির জোয়ার আসবে জীবনে
থাকবে ভাটার খেলা
কাটবে জীবন এমনি করেই
আসবে সাঁঝের বেলা।


সুখ দুঃখ জোয়ার ভাটা
হাসি কান্নায় জীবন
শুধুই  সুখ পাবে না কেউই
উজান স্রোতে মরণ।


ভোর বাতাসে গাইছে কোকিল
বেহাগ সুরে গান
জোয়ার ভাটার কাব্য  লিখে
ধন্য জীবন প্রাণ।


       ******


রচনাকাল  - ১৮/০২/২০২২