যুবতীর ঘ্রাণ
   ************


পূর্ণিমার আলোতে ভেসে যায় চরাচর
সাঁওতালি যুবতীর অবিন্যস্ত পোশাক
খুলে রাখে অভুক্ত বারান্দায়  -


চাঁদের আলো অপরিচ্ছন্ন উঠোনে এসে দাঁড়ায়
বাহুবলীসম সাঁওতালি যুবক অপেক্ষা করে আড়ালে
উদাসী হাওয়ায় থমকে দাঁড়ায় যুবক।


পাপ কাজ তার দ্বারা হবে না -
ভালোবাসে সে সাঁওতালি যুবতীর ঘ্রাণ
কিছুক্ষণ প্রতিক্ষার পর গভীর জঙ্গলে হারিয়ে যায়।


ভালোবাসা এমনই হয় -
স্পর্শেই মেলে মহামিলনের অমৃত সুখ
পূর্ণিমার পবিত্র আলোর মত মনোরম ।


              ********


       লাজুক আঁচল
    ***********


প্রজাপতির রঙিন ডানায় আছে শৈশবের আকুতি
হলুদ শাড়ির আঁচলের মায়াবী আকর্ষণ
ধ্রুপদী ছন্দে জেগে ওঠে কৈশোরের সৌরভ ...


নিবিড়তা কাকে বলে জানে গোপন হৃদয়
বঞ্চনার মেঘে খুলে রাখো শাড়ির লাজুক আঁচল
বিধাতা দিয়েছে নারীর গৈরিক রূপ।


হৃদয় পোড়াবে বলে ঠোঁটে নিয়েছে আগুন
সিঁড়ি দিয়ে নামছে ভালোবাসার স্রোত ...
আধখানা চাঁদ জেগে থাকে উদাসী হাওয়ায়।


মোহনায় পৌঁছাতে হলে সাঁতার জানা চাই
নইলে অচিরেই ডুবে যাবে হৃদয় সাগরে
সারা রাত জানালায় উঁকি দেয় মরা চাঁদ।


                *********