যুদ্ধ নয় শান্তি চাই
আকাশে বারুদ গন্ধ
লাশের মিছিল গ্রাম শহরে
সুখের দরজা বন্ধ।


বাড়ছে দাম সব পণ্যের
উঠছে নাভিশ্বাস
মুক্তির স্বাদ নেবে মানুষ
নেই কোনো বিশ্বাস।


যুদ্ধ করে দুইটি দেশ
সবাই ভয়ে কাঁটা
কার উপরে পড়বে খাঁড়া
কপাল যে কার ফাটা।


মরছে মানুষ শয়ে শয়ে
যেন শ্মশান ভূমি
কার জন্যে কাঁদবে ওরা
হারিয়েছে আপন জমি।


মাতৃভূমি ছেড়ে সবাই
খুঁজছে বাসস্থান
যুদ্ধ বিধ্বস্ত মানুষ ওরা
সুখটা হয়েছে ম্লান।


     ******


রচনাকাল  - ০৮/০৩/২০২২