শরৎকালের প্রথম দিনই তুমুল বৃষ্টিপাত
তৃষ্ণার্ত চাষের জমিগুলো যেন একটু প্রাণ পেল
সবুজ শুকিয়ে যাচ্ছে বৃষ্টি হীনতায়
ভাবা যায় না এমন দুঃসময়ে কথা।


বর্ষাকালে বৃষ্টি নেই
শরতের আকাশে জুড়ে বৃষ্টির মেঘ
এখন বর্ষাতে বৃষ্টি হয় না    
নিম্নচাপের হাত ধরে বঙ্গে নামে বৃষ্টি।


সবুজ বনানী নীরবে ভিজছে
বৃষ্টির ছোঁয়া পেয়ে কদম ফুলের গন্ধে ম ম করছে সারা পরিবেশ
ধান চারা রোপণের কাজ শীঘ্রই শেষ হবে এবার
শরৎ ঋতু পেরিয়ে গেলেই মা দূর্গার আগমন।


আগমনী গানে হৃদয় জুড়িয়ে যায়
দিগন্ত জুড়ে হাওয়ায় দোল খাবে কাশফুল
প্রভাতের পবিত্র আলোয় শিউলি ফুল ঝরে পড়বে নীরবে
সব দুঃখ ভুলে উৎসবের আনন্দে মেতে উঠবে সব্বাই।


            *******


রচনাকাল  - ২০|০৮|২০২২