কালবৈশাখী ঝড়, মাঠে পাকা ধান -
ঘাম শুষে নিচ্ছে  বৈশাখী রোদ্দুর
এতো কষ্টের ফসল থাকবে কী মাঠে
কৃষক থেকে আম আদমি সব্বার মুখের হাসি উবে গেছে।


বিকেল বেলায় রোদ্দুর ঢেকে যাচ্ছে মেঘে
ঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে গাছ গাছালি ঘরবাড়ি
তীব্র দহন থেকে মানুষের মুক্তি মিলেছে ঠিকই
কিন্তু যন্ত্রণা বেড়ে গেছে হাজার গুণ।


মাঠে ভিজছে ফসল, ধানের জমিতে বেধেছে জল
হতাশা ক্রমশ গ্রাস করছে সাধারণ মানুষের অন্তর
দিনের রোদ্দুরের তেজে ঝলসে যাচ্ছে মানুষ পশুপাখি
আর গোধূলি নামতেই কালবৈশাখী ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড।


ঈশান কোণের কালো মেঘকে ভয় পায় সব্বাই
মুখের হাসি কেড়ে নিতে পারে এক নিমেষেই
কালবৈশাখী ঝড় মানেই তাণ্ডবের আর বিভীষিকাময় রূপ।


            ********


রচনাকাল  - ০৬|০৫|২০২২