কলপ করে সাদা চুলকে
করছি সবাই কালো
মনটা যদি হত সাদা
জীবন কাটতো ভালো।


চুলটা কালো করছি হেসে
সাজছি যুবক তরুণ
আর কতকাল লুকাবো সবাই
মুখটা দেখো, করুণ!


শিশির ভেজা ঘাসও এখন
হলুদ বর্ণ রঙ
ভুলে গেছে নিঃস্ব মানুষ
দেখাবে কতো সঙ!


কলপ করে চুলের রঙ
সাদাকে দিলে ঢাকা
নকল চুল খুলেই দেখো
মাথার টাকও ফাঁকা।


নারী পুরুষ করছে কলপ
কাউকে যায় না চেনা
সভ্য মানুষ অনেক হল
বাজারে বাড়ছে দেনা!


   ****


রচনাকাল – ২৪/১২/২০২১