কাঁচের দেওয়ালে ধরেছে চিড় -
যে চিড় ধরলে কখনও জোড়া যায় না
কাঁচ আর হৃদয় এ দুটোতে চিড় ধরলে জুড়বে না।


ভালোবাসার বাঁধন ক্রমশ আলগা হতে শুরু করেছে
জীবনের জটিল ব্যাকরণ সব্বাই বুঝতে পারে না
হিমালয়ের বরফও গলে যায়, মানুষ তো অতি নগণ্য।


কাঁচের দেওয়াল দেখলেই চকচকে মনে হয়
আসলে অতি ভঙ্গুর ও ঠুনকো প্রহেলিকা -
স্পর্শে সুখ নিতে হয় বেশী জোরাজুরিতে চিড় হবেই হবে।


ডিজিটাল যুগ, একে অপরকে সময় দিতে পারে না
চোখের কাজল থেকে হারিয়ে যাচ্ছে ভালোবাসার জ্যোৎস্না
ধীরে ধীরে নিজেদের অজান্তে চিড় ধরছে হৃদয়ের বেলাভূমিতে।


কাঁচের দেওয়াল ভেঙে টুকরো টুকরো হয় সবাই তা দেখতেও পায়
কিন্তু হৃদয়টা ভেঙে গেলে কেউ দেখতে পায় না
শুধুই দূরত্ব ক্রমশ বেড়েই চলে বিবর্ণ রোদ্দুরের মত।


               ******


রচনাকাল  - ২৩|০৩|২০২২