বৃষ্টিতে ভিজছে কদম ফুল
ভিজে যাচ্ছে ভালোবাসার মোহরকুঞ্জ
কদম ফুলের গন্ধে মো মো করছে গ্রাম বাংলা
হৃদয়ের সুরভিত আঙিনায় সুবাস ছড়ায় কদম ফুল।


কদমতলায় বসে ভালোবাসার অঙ্গীকার লেখা হয়
টাপুর টুপুর ছন্দে বৃষ্টির পদধ্বনি শোনা যায়
রাখালের বাঁশিতে পাগল হয় রাধার দল
ভালোবাসার উজান স্রোতে ভাসতে চায় প্রেমিক প্রেমিকা।


বর্ষার সোঁদা মাটির গন্ধে আমোদিত হয় আকাশ বাতাস
কদমতলায় ভিজতে ভিজতে দিশেহারা ভালোবাসার সৌরভ
হারিয়ে যাবার ঠিকানা ঠোঁটের কারুকার্যে খচিত
বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে সোহাগ মনের চঞ্চল নদী।


কদম ফুলের গন্ধে ভরপুর ভালোবাসার প্রথম নারী  
বৃষ্টি ঝরছে অঝোর ধারায় ডাগর চোখের নীরব ভাষায়
অবুঝ হৃদয়ে ঘন মেঘের লুকোচুরি খেলা চলে অবিরাম
বৃষ্টিতে ভিজছে কদম ফুল, ভালোবাসাও ...


             *********


রচনাকাল - ০৫/০৭/২০২০