কাগজের নৌকায় ভাসাব ভেলা
এমন সাধ্য কই
বালুকা বেলায় ঝিনুক কুড়াই
ভালবাসা পাতাবে সই!


জীবনের গানে মেঘলা দুপুর
খেয়ালি বাঁশির সুর
নূপুর ধ্বনির আওয়াজ শুনি
ওষ্ঠ নয় যে দূর।


ছোট্ট বেলার খেলার সাথী
হৃদয়ে লাজুক রোদ
শরীরে এসেছে যুবতী গন্ধ
ভালবাসায় নিওনা শোধ।


কাগজের নৌকা ভাসতে ভাসতে
কোথায় হারিয়ে যায়
জীবন নদী দুকূল ছাপিয়ে
দেবে না কাউকে দায়।


ভোর বাতাসে এতো আয়োজন
হৃদয়টা আজ সুখী
ছোট্ট বেলার কাগজের নৌকায়
ভালবাসা জেনো একমুখী।


       ****
রচনাকাল - ০৬/০৭/২০২০