কাগজের নৌকা ভাসাতে দেখি না আর
এখন মুঠোফোন হাতে নিয়েই ব্যস্ত দুনিয়ার সব্বাই
জীবন গতিময়, হয়তো বা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রোমান্টিকতা
বৃষ্টি মুখর দিনে কত ভাসিয়েছি কাগজের নৌকা ...


এখন দেশে বৃষ্টিও নেই, হয় অতিবৃষ্টি না হলে অনাবৃষ্টি
দেশের একপ্রান্তে বন্যা তো অন্য প্রান্তে খরা
প্রকৃতির খামখেয়ালিপনায় মানুষ দিশেহারা
ঘরের কোণে, বারান্দায় দাঁড়িয়ে খেলা কিংবা চ্যাঁটিংয়ে ব্যস্ত!


অবিরাম ঝরঝর বৃষ্টিতে ভেসে যাচ্ছে কাগজের নৌকা
স্মৃতির এ্যালবামে উঁকি দিচ্ছে দুরন্ত শৈশব –
উঠোন ভর্তি জল খুশির আনন্দে ভিজছে শিশুরা
এখনকার ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজতেই ভয় পায়!


সভ্যতা এগিয়ে চলেছে নিজের নিয়ম মেনেই
প্রেমিক প্রেমিকা আর চিঠি লেখে না ...
তারা আজ বন্দী হয়ে গেছে তরঙ্গের দুনিয়ায়
কাগজের নৌকা কিভাবে বানাতে হয় তাঁরা হয়তো জানেই না।


মনের রঙ এ ফোন থেকে ও ফোন ছুঁয়ে চলে যায়
প্রেম ভালোবাসা এখন সবই হয় ফোনের মাধ্যমে
মূল্যহীন কাগজের নৌকা কেন ভাসাবে তারা –
তবুও হৃদয় পটে আজও উজ্জ্বল সেই কাগজের নৌকা।


        *********