সূর্য ডুবে গেছে বিকেলবেলার মরা আলোতে
আকাশের চোখ বেঁধে রেখেছে কালো মেঘ
বৈশাখী ঝড়ে তছনছ ছন্দময় জীবন
গাছ পড়ে তার ছিঁড়ে জীবন নিয়ে তবেই শান্তি।


কয়েক মিনিটের ঝড়ে উড়ে গেছে
মানুষের মাথা গোঁজবার ঠাঁই টুকু
সমস্ত স্বপ্ন নিঃশব্দে ধুলিস্যাৎ
ব্যস্ত শহরের গতিময় জীবন স্তব্ধ।


ল্যাম্প পোস্টের বাতিগুলো হয়েছে বিকলাঙ্গ
উপড়ে দিয়েছে বড় বড় অসহায় গাছ
রুদ্র দানব কালবৈশাখী ঝড়ে
চাপা পড়ে আছে গতিময় যান।


ঝড় থেমে গেছে আকাশে হাসছে বাঁকা চাঁদ
থমকে গেছে অসহায় মানুষের আর্তনাদ
বহু প্রাণহানি করেই ফিরে গেছে কালবৈশাখী
রুদ্র প্রকৃতি কবে হবে শান্ত কেউ জানে না!!


          *****


রচনাকাল – ১৯/০৪/২০১৮