চোখের পলকে উঠলো হাওয়া তীব্র ঝড়ের গতি
বৈশাখ মাসেই হবে কালবৈশাখী কে বুঝবে তার মতি!


গোধূলি আলোয় ঈশান কোণে কালো মেঘের খেলা
সূর্য পাটে যাবার আগেই যেন রাত্রি বেলা!


কালবৈশাখী ঝড়ের সাথে নামলো জোরে বৃষ্টি
লন্ডভন্ড করছে সবই একি তার অনাসৃষ্টি!


মেঘ ঢুকেছে জীবনের রঙে ঢুকেছে বৈশাখী ঝড়
চোখের পলকে ভাঙছে সবই ভাঙছে কুঁড়ে ঘর!


কালবৈশাখীর প্রলয় কান্ডে শিশুরা পায় ভয়
শান্ত হবে যখন প্রলয় হবে অনেক ক্ষয়!


প্রতি বছরই কালবৈশাখী নতুন রূপে আসে
যাবার সময় কাঁদিয়ে যাবে অশ্রু নদীতে ভাসে!


            *****