কালো ধোঁয়ায় ভরে গেছে আকাশ বাতাস
জীবনের সব ধুলোগুলো মিশে আছে বৃষ্টি কাদায়
তৃষ্ণার জলেও ঢুকছে লক্ষ কোটি বিষাক্ত জীবাণু
বুকের ভেতর মুক্ত বাতাসের সাথে মিশে যাচ্ছে কালো ধোঁয়ার বিষ!


কদিন বাঁচব সুস্থ সুন্দর ভাবে এই পৃথিবীতে
আজ যে শিশু জন্ম নিল তারও বুকে ঢুকছে বিষ
বাঁচাও বাঁচাও বলে চীৎকার করলেও কেউ আসবে না
নিজে বাঁচো অন্যকে বাঁচাও এই শপথে মুখরিত হোক আকাশ বাতাস!


সভ্যতার অনিবার্য আকর্ষণে আমরাই ধ্বংস করছি সুন্দর পৃথিবীকে
আমাদের লোভ লালসাই হল মৃত্যুর আমোঘ কারণ –
আলো আঁধারই জীবন পথে কালো ধোঁয়ায় ভরে উঠছে শৈশব
মুক্ত বাতাসের ঘ্রাণ নিতে ভুলে গেছে অ-সভ্য মানুষ!


কলকারখানা বন্ধ, ভোঁ ভোঁ শব্দে বেজে ওঠে না সাইরেন
তবু কেন কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে অপরূপ পৃথিবী
কালো ধোঁয়ার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে অচেনা মানুষ
সবুজকে গ্রাস করছে অদ্ভুত এক কালো ধোঁয়া ...


অক্টোপাসের মত গিলে খাচ্ছে মানুষের হৃদপিন্ড
রাতের উজ্জ্বল নক্ষত্ররাও হাসতে ভুলে গেছে
দম বন্ধ হয়ে মারা যাচ্ছে জীব প্রজাতি
এক আকাশ মুক্ত বাতাসের জন্যে ছটফট করছে অসহায় মানুষ!


      ********