কালো মেঘের ভিতর দিয়ে উড়ে যাচ্ছে সাদা বকের দল
মাঝে মাঝেই মেঘের গর্জন শোনা যায় আঁধার ফুঁড়েই
দিগন্তের শেষ আলোটুকু শুষে নিয়েছে মেঘের কালো রঙ।


মেঠো পথের ধারে দাঁড়িয়ে আছে সারি সারি অভিমানী গাছ
যে কোন মুহূর্তে তাদের উপর নেমে আসতে পারে ঝড়ের থাবা
প্রকৃতির রুদ্র মূর্তি দেখতে সবাই অভ্যস্ত হয়ে গেছে।


ঘুম নেই চোখে, ভয়ে ভয়ে আছে মানুষ -
বাদল মেঘে লুকিয়ে আছে একখণ্ড দুর্যোগের ইতিহাস
জলজ প্রাণীর মতো বেঁচে আছি মৃত্যুর শামিয়ানা বুকে জড়িয়ে।


বর্ষার সময়ে কদম ফুলের সুবাস চারদিকে ম ম করছে
রাতের অন্ধকারে বৃষ্টি শুরু হয়েছে অঝোর ধারায়
নতুন ঠিকানার খোঁজে বেরিয়ে পড়েছে দলছুট পাখির দল।


কান্নার শব্দ ভেসে আসছে অচেনা দিগন্তের সীমারেখা ছুঁয়ে
জোনাকির আলো শরীরে জড়িয়ে সবুজ বনানী নীরবে ভিজছে
ভোর পাখিদের কলতানে জেগে উঠছে পুবের সোনালী সকাল।


      ******


রচনাকাল  - ২৬/০৬/২০২১