হাতের মুঠোয় পৃথিবীর ধুলো নিয়েছি
সবুজ ঘাসের বুকে ধুলো ভরা অন্ধকার
ঘোড়া ছোটার শব্দ এখন আর নেই -
ধুলো জমতে জমতে ঘাসের বুকটা পাথর।


গলিত সোনালী রঙ মেখেছি সূর্য থেকে
মাটির রঙ ক্রমশ বিবর্ণ হতে হতে ...
পূর্ব পুরুষদের শরীরে হারিয়ে যায় আলোক রশ্মি
সবুজ ঘাস শুকিয়ে যায় আদিম মৌনতায়।


পাতা ঝরার সময় আসেনি এখনও
বিপন্ন চাঁদে লাগেনি অবেলার গ্রহণ
অশান্ত শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিষ
দীর্ঘ প্রতীক্ষায় হৃদয়ও হয় কালো পাথর।


অস্পষ্ট কুয়াশা থমকে দাঁড়িয়ে আগামীর প্রতীক্ষায়
মনের জানালায় হিমেল বাতাস খেলা করে অছিলায়
শিশির বিন্দুতে ভিজে ওঠে সবুজ ঘাসের দেহ
ঋজু শরীর থিরথির করে কাঁপতে থাকে উত্তরে হাওয়ায়।।


               *******