চোখ ডুবেছে জলের স্রোতে
চোখের পাতায়  কান্না
হৃদয়ের নদী জল থৈথৈ
দুমঠো হয়নি রান্না!


ঘরবাড়ি সব জলের তলায়
হয়নি কদিন খাওয়া
চোখের মণি ঠিকরে বেরোয়
হারিয়ে গেছে চাওয়া!


ভাঙছে ঘর ভাঙছে মন
ভাঙছে সুখের ঘর
কান্না ভুলে বাঁচবো কেমনে
দেখাও প্রভু দ্বার!


জীবনের রঙ বড় অমলিন
মৃত জ্যোৎস্না আলো
জীবিত মানুষ আধমরা বেঁচে
আঁধারে ভরেছে কালো!


বৃষ্টি থেমেছে কান্না থামেনি
জলে ভাসছে জীবন
সুখের ঠিকানায় কালো রোদ্দুর
হাতছানি দেয় মরণ!


    ****


( এবছর  বন্যার সময় লেখা কবিতা )