পুড়ছে পৃথিবী পুড়ছে বরফ
গলে যায় হিমালয়
আঁধারে ঢেকেছে পোড়া রোদ্দুরে
হবে কী মহাপ্রলয়!


শ্রাবণের ধারা পথ হারিয়ে
খুঁজছে ভোরের আলো
তপ্ত দহনে জ্বলছে পৃথিবী
প্রভাতের রঙও কালো!


সবুজ মাঠে কালো রোদ্দুর
অনাবৃষ্টির ভয়াল ছায়া
গভীর নিশীথেও নেই ঘুম  
সবই প্রকৃতির মায়া!


আকাশ জুড়ে মেঘ ভরেছে
বৃষ্টির নেই দেখা
জীবন যেন হাঁসফাঁস করে
কোথায় আলোর রেখা!


ঘরে ঘরে বাড়ছে রোগ
সর্দি কাশি জ্বর
বৃষ্টি তুমি দাওনা দেখা
মরুভূমি হয়েছে থর!


শ্রাবণ মেঘে বৃষ্টি কথা
বলছে হাওয়া অফিস
ঠাণ্ডা প্রকৃতি দেখবো আবার
বাতাস করছে ফিসফিস!


    ****