পুড়ছে মানুষ পুড়ছে প্রকৃতি
পুড়ছে জমির বুক
তীব্র দহন গ্রাম শহরে
কোথায় পাবে সুখ?


মেঘ বৃষ্টি পথ হারিয়ে
গেছে অন্য দেশে
সাগর নদী যায় শুকিয়ে
মরছে মানুষ কেশে।


গরীবের রঙ হচ্ছে ধূসর
মানুষ যাচ্ছে পুড়ে
একফোঁটা জল পাবে না কোথাও
এক বুক মাটি খুঁড়ে।


বাতাসে বইছে গরম হাওয়া
চোখ দুটো যায় জ্বলে
কালো চশমায় চোখ জুড়বে
মাটিতে না হয় শুলে!


মাটির বিছানায় পাবে আরাম
বাকী সব পরিহাস
মানুষ ভুলেছে তালপাতা পাখা
আজ যেন ইতিহাস।


গাছের ছায়ায় বসে না কেউ
গাছকে ভুলেছে মানুষ
যতোই তোমরা হও আধুনিক
যুগটা হবে ফানুস।


       *****


রচনাকাল  - ২৬|০৪|২০২২