জীবন যেন কালো কান্না
আঁধার ভরা রাত
জলের তলায় ভাসছে জীবন
কোথায় পাবো ভাত?


গ্রামের পরে গ্রাম ডুবেছে
আশ্রয় কোথায়ও নেই
মাঠের ফসল মাঠেই ডুবে
হারিয়ে ফেলেছি খেই।


বোবা রোদ্দুরে জমেছে মেঘ
হারিয়ে ফেলেছি ভাষা
গিলছে নদী বাপের ভিটে
বিফল সকল আশা।


কালো কান্নায় শুকিয়ে হৃদয়
সুখ হয়েছে নিলাম
ঈশ্বর তুমি দয়ার সাগর
যাকিছু সবই দিলাম।


দেখবো কবে আশার আলো
আসবে কবে সুদিন
নতজানু হয়ে চিরকাল রবো
কাটবে কবে দুর্দিন?


   ****


রচনাকাল – ০৪/০৮/২০২১