কবিতা  -  কেমন তুমি ঈশ্বর
**************************


ঝোড়ো হাওয়া বইছে এখনও আবার হবে কী ক্ষয়
আকাশের বুকে বেদনার মেঘ আসছে তবে কী প্রলয়!


জ্যৈষ্ঠের তাপ পুড়বে ধরনী এমনি ভাবনা সবার
সূর্যটাকে খাচ্ছে গিলে কী আছে এখন নেবার!


ক্লান্ত বিকেল কৃষকের ঘাম নেইতো এখন আর
ঝড়ের দাপটে নেমেছে আঁধার মানুষ পাবে কী পার?


সপ্তাহ শেষ আসেনি বিদ্যুৎ জীবনে বেড়েছে কষ্ট
আলো পাখা বন্ধ সবই ফসল মাঠেই নষ্ট ।


ধ্বংসের খেলা হয়নি শেষ মানব জনম নশ্বর
আমাদের মেরে শান্তিতে থাকো কেমন তুমি ঈশ্বর?


কান্নার জল শুকাবেনা আর মানুষ ভুখায় মরে
তোমার চরণে নিবেদিত প্রাণ এসেছি তোমারি দ্বারে।


                 **********


রচনাকাল  -  ২৬|০৫|২০২০


************************
      কবিতা  -  ভালোবাসার অভিধান
************************


ঘৃণা করতে যে জানে সেই বোঝে ভালোবাসার জ্বালা
অকারণ অশ্রু ফেলোনা কেউ শেষে পাবেনা বরণমালা।


দামাল শরীর ওষ্ঠ ছুঁয়ে বলে, আর নয় অভিমান
ভালোবাসা ছাড়া আছে কী, দেবো যে প্রতিদান।


দোলনায় দোলে দুটি শরীর রাত্রি গভীর হয়
সোহাগে তারা হয় নিরুদেশ করবে বিশ্ব জয়।


হৃদয়ের সাথে হৃদয়ের কথা জানবে না কোনো লোক
স্পর্শের ছোঁয়া মায়াবী আলোয় রেখো না কোনো শোক!


অভিধান মেনে ভালোবাসা নয়, ভালোবাসা কী কাব্য
অবুঝ হৃদয় বোঝে না কিছুই, ভালোবাসা নিয়ে ভাব্য?


প্রেমের ফাঁদে দিওনা ধরা অধরা থাকুক সুখ
নষ্ট জীবন নয়তো সুখের, চিরকাল পাবে দুখ।


              ********


রচনা কাল  -  ২৪|০৫|২০২০