কবিতা  -  দ্রাঘিমারেখা
***************


আমি তখন মধ্য দ্রাঘিমারেখা পেরিয়ে গেছি
শুয়ে আছি খোলা আকাশের নীচে -
পূর্ণিমা চাঁদের আলোর এমন মায়াবী খেলা
অজানা ছিল এতটা বছর ধরে।


জোনাকির দল রাত জাগা পাখিদের সাথে উড়ে বেড়ায়
রাতের নীরবতা ভেঙে যায় ঝিঝি পোকার কলরবে
শরীরটাকে বিলিয়ে দিয়েছি নক্ষত্রদের মাঝে
কখন যে ঘুমিয়ে পড়েছি কিচ্ছু মনে নেই।


ভোরের আলোয় ঘাসদের আকুতি জলতরঙ্গের মতো লাগে
হালকা বাতাসে থিরথির করে কাঁপছে ওদের শরীর
ক'জন অনুভব করে ভোরবেলার মনোরম সৌন্দর্য
পুবের আকাশ তখন রক্তিম আভায় আলোকিত।


শৈশবের স্মৃতিতে ভেসে ওঠে জীবনের রঙ
মাটির বারান্দায় শুয়ে আছি গোটা পরিবার
দুঃখ ছিল, কষ্টও ছিল বরাবরই  -
তবুও আলগা হাসিটা ছিল অমলিন।


গরীবের দুয়ার প্রান্ত ছুঁয়ে যায় ভোরের মায়াবী
রোদ্দুর
বেঁচে থাকার জন্যে সব সময় টাকা লাগে না -
এখন টাকা আছে, শৈশবের পবিত্র হাসিটা উবে গেছে কখন
দ্রাঘিমারেখার মধ্যে গরীব খুঁজে পায় সুখের ঠিকানা।


                 **********


রচনাকাল  -  ০১|০৪|২০২০



**************
কবিতা  -  কানামাছি
**************


জন্ম থেকেই কানামাছি খেলে চলছি
সময়ের সাথে তালে তাল মিলিয়ে  -
চোখে বেঁধে দিয়েছে কালো কাপড়
সবই অন্ধকার ...


তবুও দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ
নিরন্ন উপবাসে কাটে দুঃসহ প্রহর
বিমর্ষ দিন রাত্তির সবই এক -


জন্মান্ধের মতো লাগছে নিজেকে
কানিমাছি খেলতে খেলতে একেবারে নিঃস্ব
কবে সাজিয়েছি নিজের চিতাকাঠ।


নাগরদোলায় চক্কর খেতে খেতে
ভুলে গেছি আমার শৈশব কৈশোর যৌবন
কানামাছি খেলা শেষ হয় না জীবনে -
পৃথিবীর মতো চরকীপাক খাচ্ছি তো খাচ্ছিই ...


                ********  


রচনাকাল  -  ২২|০৪|২০২০