ঘুম চোখে দাঁড়িয়ে আছে ছোট্ট উলঙ্গ শিশু
অবাক তাকিয়ে খোলা আকাশের দিকে
ভোরেই বেরিয়ে গেছে কাজে মা বাবা দুজনেই
শিশুটার মুখে লেগে আছে দারিদ্র্যের চিহ্ন।


কেঁদে কেঁদে চোখেই শুকিয়ে গেছে জল
ঘুম ভাঙা চোখ খুঁজে ফেরে মার জন্যে
ফেরার সময়ের ঠিক নেই মায়ের ...
কিছু মুড়ি আর আধভাঙ্গা বিস্কুট!


সজল মেঘ শরৎ আকাশে ভেসে বেড়ায়
অবহেলিত শিশুর কান্না শোনে না শৈশব
দারিদ্রের কাছে মাথা নিচু করে স্নেহ ভালোবাসা
জীবিকার তাগিদে বেরতেই হয় বাড়ি থেকে।


দুঃখ ঘোচবে কবে অভাবী সংসারে –
পশ্চিম আকাশে নামছে বিকেলের ক্লান্ত সূর্য
ভোর থেকে রাত্তির কাজ হয় না শেষ
শিশুদের কান্না ভেজা চোখ মুছে দেওয়ায় কেউ নেই!


            *********