শৈশবের রোদ্দুরে শুয়ে আছে অতীত
শরীর থেকে উবে গেছে রঙ
চোখের নীচে পড়েছে কালি
কপালে বলিরেখা স্পষ্ট দেখা যায়।


জীবনের সঙ্গীতে হারিয়ে গেছে সুর
অভিমান আকাশ সমান  -
জীবনের বালুচরে বেদনার আলপনা
ভাতে ছাই দিয়ে চলে গেছে দুঃসময় ...


নাবালক শিশুর মতো কাঁদছে পুরুষ মানুষ
পুরুষের চোখে জল মানায় না
পুরুষ হৃদয় নাকি পাষাণ
ভিতরটা পুড়ে ছারখার হয়ে যায় কেউ জানতেও পারে না।


ইতিহাসের পরতে পরতে কান্নার উপনিবেশ
পলাতক জীবনে উচ্ছাসে নেই -
সারা শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে
হৃদয়ের উপত্যকায় শুরু হয়েছে বোবা কান্নার ঝড়।


           ******


রচনাকাল  - ১৩|০৮|২০২২