ডুকরে কাঁদে জোছনা রাত
অভাব করে তাড়া
আর কটা দিন করলে সবুর
হৃদয় দেবো ভাড়া।

ভাবছি বসে আকাশ পাতাল
কান্নার গায়ে জ্বর
নষ্ট দুপুর হিসাব রাখে
কোথায় সুখের ঘর!

       *****