বাগানের ফুল বাগানে শুকায়
নীরবে যায় যে ঝরে
অভিমান করে কী লাভ বলো
দু'চোখে অশ্রু ভরে।


বেদনার মেঘ হৃদয় জুড়ে
শুনবে না কেউ কথা
সবার আছে কান্নার ক্ষেত
সবারই আছে ব্যথা।


সুখের জীবন সবাই ভাবে
এমনই যাবে কেটে
সুখের মিছিলে হাঁটতে গিয়ে
কপালই যাবে ফেটে।


চেনা সময়ের গন্ডি পেরিয়ে
গাইবে জীবনের গান
সুখের মিছিলে অ-সুখও আছে
পাবে না প্রতিদান।


ফুল ফুটবে ফুল ঝরবে
তবুও আসবে কুঁড়ি
সুখ খুঁজবে মানুষ আজীবন
শেষেই মিলবে নুড়ি!


       *****


রচনাকাল  - ২১|১০|২০২২