ভাষার বুকে চাবুক মেরে
কলম করবে স্তব্ধ
মূর্খ তোরা রইলি আজও
উন্মাদ ওরে বদ্ধ’!


কবির কলমের ভাষা কেড়ে
কবিকে দিয়েছ দণ্ড
তবুও থামেনি কবির কলম
বলেছে অনেকে ভণ্ড!


কলম কখনো হয়নি বোবা
মুখোর হয়েছে কবি
কারাগার বন্দি কবির জীবন
হৃদয় জুড়ে রবি।


ঘুমিয়ে পড়েছে একাদশী চাঁদ
কবিদের নেই ঘুম
বোবা কলম হয়েছে মুখোর
অক্ষর ছোটে দুমদুম।


শখের কবিরা হারিয়ে গিয়েছে
নিঃঝুম নিশুতি রাত
কবিতা চর্চায় বাঁচবে কবি
জুটবে দু’বেলা ভাত?


   ****


রচনাকাল – ১৬/০৮/২০২১