কথা রাখেনি মেঘ, বৃষ্টিও
দিগন্ত জুড়ে শুধুই বৃষ্টির আর্তি
মেঘেরও অবকাশ নেই বৃষ্টি দেওয়ার
বৃথা হাহাকার দু’ফোঁটা জলের জন্যে।


বিপন্ন সেতুটা ঝুলছে অবচেতন মনে
তৃষ্ণার্ত মানুষ তাকিয়ে মেঘাচ্ছন্ন আকাশের দিকে
মস্ত বড় বাড়িটার কঙ্কালসার দেহটাও
একটু জলের জন্যে হাপিত্যেস করে আছে।


কবে নামবে বৃষ্টি হাওয়া অফিস জানে না
ভীত সন্ত্রস্ত পাখিদের দেখেও অনুমান হয়
হয়তো আজ না হয় কালই নামবে বৃষ্টি
কিন্তু পাখিরাও কেমন ক্যাবলার মত উড়ছে।


মেঘের দল অলিগলি তস্যগলি পেরিয়ে
গাছ গাছালির ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে -
থমকে দাঁড়িয়ে কথা শোনার সময় নেই
বৃষ্টির কথা ভেবে ভেবে আমরা অসহায়।।


       *******


রচনাকাল – ৩০/০৪/২০১৮