কথাশিল্পী আমার প্রিয় সাহিত্যিক
নতুন কিছু নয়
ভয় ভাবনা নেইতো তারই
সবই করতো জয়!


লক্ষ মানুষের প্রিয় সাহিত্যিক
শরৎ বাবুর ভক্ত
সহজ সরল গল্প কথায়
হৃদয়ে ঝরতো রক্ত!


উপন্যাস কিংবা গল্প লেখায়
তাঁর জুড়ি নেই
কোনটা ছেড়ে কোনটা বলি
কথায় হারাই খেই!


গ্রাম্য জীবন সুখ দুঃখ
ছোট গল্পে ভরা
পড়তে গিয়ে আসতো জল
দুচোখ নয়তো মরা!


গল্প উপন্যাসের সব চরিত্রই
জীবন্ত এক দলিল
নিঠুর সময় হাতছানি দেয়
লেখনী তাঁর সাবলীল!


বঙ্কিম  ভাষা বড় কঠিন
শরৎ এখানেই রাজা
বাংলা ভাষায় হৃদয় ব্যকুল
আমরাই তাঁর প্রজা!


সৃষ্টি তাঁর অমর রবে
বাঙালি হয়েই গর্ব
বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা
যেন নাহয় খর্ব!


   ****