ক'দিন আগে এতো বৃষ্টি
ভাঙলো নদীর বাঁধ
গ্রামের মানুষ করছে লড়াই
কাঁধে মিলিয়ে কাঁধ।


ভাসছে জীবন জলের উপর
সবই গেছে ভেসে
মুখের হাসি মিলিয়ে গেছে
দেখো তোমরা এসে।


ক্ষুধার্ত মানুষ তাকিয়ে আছে
আসবে ত্রাণের গাড়ি
দু'মুঠো অন্ন পাবে ওরা
ভেসেছে সুখের বাড়ি।


বাঁধে ফাটল ঢুকছে জল
ভেঙেছে রাস্তা সেতু
সারাটা বছর তবুও বাঁচি
বর্ষা যেন কেতু।


কাটবে কবে কেতুর দশা
জানেন শুধুই ঈশ্বর
মাটির জীবন মাটির মানুষ
মানুষের দেহ নশ্বর ।


        *******


রচনাকাল - ০১|০৯|২০২০