যদি কোনদিন ছিঁড়ে ফেল আমায়
কেউ জানবে না কেউ দেখবেও না
আমার ভেতরটা পুড়ে শেষ হয়ে গেছে।


অন্ধকারের মত নিকষ কালো ভালোবাসার রঙ
আহত পাখির মত যন্ত্রণায় ছটফট করছে অন্তর
যা কাউকেই দেখানো যায় না, যাবে না কখনও।


টুকরো টুকরো অভিমান কোথায় রাখবো লুকিয়ে
ভালোবাসার বসন্ত উৎসবে রঙিন ছিল মন
প্রজাপতির মত উড়ে বেড়াতাম সারা আকাশ।


বেসামাল নৌকার মত মাঝ দরিয়ায় ভাসতাম উত্তাল সাগরে
রঙিন জীবনের স্বপ্নগুলো হারিয়ে যেত না কখনও
ভালোবাসার মিলন খেলায় আজ বড় বেশী বেমানান।


কে আপন কে পর এই ভাবনাই উঁকি দেয় হৃদয় মাঝে
রাতের জ্যোৎস্না আলো ক্রমশ গিলে নিচ্ছে শ্রাবণের মেঘ
ভালোবাসার উৎসব বিলীন, এখন শুধুই উপন্যাসের শেষ পাতাটা বাকী।।


          *******


রচনাকাল – ২৩/০৭/২০২০