ঘষা কাঁচের জানালার ওপাশে ঘুটঘুটে অন্ধকার
চেনা যায় না পরিচিত আপন জনদের -
জন্ম জন্ম অধিকার হীনতায় ভোগে আজন্ম লাঞ্ছিত মানুষ
চিনতে চেষ্টা করে  কে আপন কে পর!


প্রকৃতির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তে চায় সব্বাই
একটা অলৈকিক ইস্তাহারে লিখে দিতেই পারে সুখী বন্দরের উপাখ্যান
কিন্তু থমকে দাঁড়ায় জীবনের অর্ধেক বেঁচে  থাকার লড়াই
শীতের ঠান্ডায় কবরে ঘুমিয়ে আছে অসুস্থ  মানুষের পূর্বপুরুষ
কে আপন কে পর এটা চিনতে চিনতেই কেটে যায় অনেকটা সময়।


একঝাঁক প্রজাপতি উড়ে বেড়ায় রঙিন ফুলের ব্যালকনিতে
সুখ দুঃখের ইমারতে ওদের মাথাব্যথা নেই
মুক্তির স্বাদ ওরা লিখে দেয় মুক্ত আকাশে
ফুল থেকে মধু সংগ্রহ করাই প্রজাপতির ধ্যান জ্ঞান
কে আপন কে পর - ওরা ভাবে না, মানুষ মানুষকে ভাগ করে।


               *******


রচনাকাল  - ০১/০২/২০২২