বিলিয়ে দিয়েছি অকাতরে যা কিছু নিজের
বন্ধ চোখের পাতায় মেঘলা মনের কান্না
শিউলি ফুল ঝরে যায় তার নিজস্ব নিয়মে
তার সুবাসে খামতি থাকে না একবিন্দুও ...


নিজেকে বিলিয়ে দিতে দিতে ক্রমশ হয়েছি নিঃস্ব
কাশফুল সুগন্ধ ছড়ায় না জানি –
কিন্তু তার শুভ্রতাকে দেখে বিস্মিত হতে হয়
সীমান্তরেখায় দোল খায় অনাবিল আনন্দে।


হৃদয়ের নীলিমায় যতটুকু সুখ শান্তি ভালোবাসা
সবই দিয়েছি বিলিয়ে নিজের অজান্তেই –
বিনিময়ে চাইনি কিছুই একমুঠো মাটি ছাড়া
যতদিন মাটির কাছাকাছি থাকবে ততদিন তুমি মানুষ!


কোনদিন যদি ভুলে যাও মাটির সুবাস
সেদিন হারিয়ে ফেলবে তোমার দেশমাতৃকার মুক্তি
বুকের মধ্যে একটা বড় আকাশ চাই -
সেই আকাশে ঘর বাঁধবে দেশের সব অসহায় মানুষ!


        ********