শিয়রে দাঁড়িয়ে আছেন ঈশ্বর
অনাগত রোদ্দুর ছুঁয়েছে চরণ
মুখের হাসিতে বিষাদ বিকেল
গোধূলির চাঁদ করছে স্মরণ।


কালো মানুষ খুঁজছে আলো
অন্ধকারে ডুবে আছে কান্না
ঝড়ে বদলে যায় ঠিকানা
তবুও মানুষ খোঁজে পান্না!


ঈশ্বরের চোখে নেই ঘুম
কালো মানুষ কাটছে পাথর
প্রাণ আছে পাথরের বুকে
সুখের খোঁজে মানুষ কাতর।


কালো মানুষ সাদা মানুষ
রঙ দিয়ে যায় চেনা
কালো মানুষ সারা জীবন
টানছে শুধুই দেনা।


গোধূলি আলোয় কালো মানুষ
দেখছে মানুষের মুখ
সত্যি মানুষ ক'জন আছে
দেবে ওদের সুখ!


       ******


রচনাকাল  -  ১৩|০৫|২০২২