কালো জ্যোৎস্নায় শুয়ে আছে মানুষ
রক্ত শূণ্য পৃথিবী  -
জ্যোৎস্নার রঙ কখনো কালো হতে দেখেছো কি?


অবাধ্য অশ্রু শুষে নেয় মানুষের ঘাম রক্ত
দিশেহারা পথিকের জন্মান্তর ঘটে বারবার
কালবৈশাখী ঝড় নেই  -
আছে শুধু একরাশ হাহাকার।


ঋণ নিতে নিতে মানুষ ভুলে গেছে স্বপ্ন দেখতে  
দাবদাহে পুড়ে যাচ্ছে প্রকৃতি -
মানুষের ভিতরটা পুড়ে যায় কেউ জানতেও পারে না।


কালো জ্যোৎস্নায় মানুষকে চেনা যায় না
অন্ধকারে চোখগুলো জ্বলজ্বল করছে
তেষ্টায় গলা শুকিয়ে গেছে -
কোথাও পিপাসা মেটানোর মত জলও নেই।


             ******


রচনাকাল  - ২২|০৪|২০২২