একটি একটি দিন পেরিয়ে হাজির বছরের অন্তিম লগন
হাসি কান্নায় কেটে গেল আরো একটি বছর ...
পিছন ফিরে তাকিয়ে দেখছি অতীত সময়ের ইতিকথা।


বছরটা মোটেও ভাল কাটেনি গরীব মানুষের দিন
জীবন হয়ে উঠেছে অতিশয় দুর্বিষহ ...
প্রকৃতির রোষে শেষ হয়ে গেছে গরীবের সুখ!


হাসি কুড়োতে গিয়ে জীবনটা ভরে গেছে কান্নায়
রোদ ঝলমল সোনালী প্রভাতের সন্ধান পেল না কোথাও
চাষের জমিতে মরা ফসলের অনন্ত হাহাকার।


সবজি থেকে শুরু করে সব জিনিসই অগ্নিমূল্য
জীবনের পরতে পরতে ভরে উঠেছে দুঃখের বর্ণমালা
কান্নাগুলো শুকিয়ে গেছে হিমেল বাতাসের ছোঁয়ায়।


তবুও মানুষ সংগ্রাম করছে একটু বেঁচে থাকার জন্যে
এত কঠিন সময় মানুষের জীবনে আসেনি –
ফসল হানিতে জীবনের রঙ বদলে হয়েছে বিবর্ণ।


একমুঠো সুখের জন্যে অসহায় মানুষ সর্বদা ছুটছে
যদি একটু সুখ মেলে কোনদিন সেই আশায় –
সোনালী প্রভাতে হেসে উঠবে সব অসুখী মানুষ।


      ********