হাতের মুঠোয় যাদুর খেলা
করছে সবই ভেনিস
মানুষ কাটছে টুকরো করে
যেন অবাক ফিনিস!


কাটা মানুষ আবার বাঁচে
যাদুর ছোঁয়া পেয়ে
হাসছে সবাই এমন খেলায়
খুশিতে মন ছেয়ে!


জীবন বাজির সত্যি খেলা
চায়না কেহই আজ
খেলার নামে রক্ত হোলি
লজ্জায় চোখে লাজ!


খেলার পুতুল সভ্য মানুষ
রক্ত চক্ষু ভয়
হাতে আছে বোমা পিস্তল
জীবন বাজি নয়!


ভোরের আলোয় হিমেল পরশ
হাসছে খেলার মাঠ
ছুটছে শিশু ছুটছে কিশোর
সবাই শিখুক সহজপাঠ!


খেলার নামে অন্য খেলা
হোকনা আজই বন্ধ
মুক্ত আকাশ খোলা রোদ্দুর
মানুষ হয়নি অন্ধ!


   ****