একটি ছবি অনেক মুখ
পরিবারে সুখের বিরাজ
বহু মানুষ একটি মুখ
ভুলেই গেছে সভ্য সমাজ।


সুখ হয়েছে খন্ড সুখ
মা বাবা বিসর্জন
ছোট্ট ঘর ছোট্ট মন
ওদের নেই আপনজন।


স্বামী স্ত্রী ও সন্তান
এটাই সুখের ডেফিনেশান
বৃদ্ধাশ্রমে বাবা ও মা
শিক্ষিতদের এটাই মোটিভেশান।


টাকা দিলেই সবই মেলে
অশিক্ষিত সন্তান এসব বলে
বাবা মায়ের স্নেহ মায়া
কোটি টাকাতেও নাইবা মেলে।


সময় হলে বুঝবে পরে
ছেলেও তোমায় রাখবে দূরে
শুকিয়ে যাবে গলার স্বর
রাধা কৃষ্ণ হরে হরে।।


   *****