খনন কার্যে উঠে আসছে মণি মুক্তো -
মাটির নীচে চাপা পড়ে আছে সভ্যাতার গুপ্তধন
প্রাগৈতিহাসিকবিদরা আজীবন খনন করে চলেছে নিত্য নতুন সভ্যতা।


মানুষও সারা জীবন খুঁড়ে চলেছে বাঁচার খনন কাজ
আবিষ্কারের নেশায় মত্ত ঐতিহাসিকরা ...
শরীরের হাড় মজ্জা মাংস খননে বিদ্ধস্থ।


মাটি খুঁড়ে মানুষের কঙ্কাল, সোনার মুদ্রা, মন্দির মসজিদ সবই মেলে
আধুনিক মানুষ বেঁচে থাকার জন্যে কি অপরিসীম লড়াই চালিয়ে যাচ্ছে
শরীরের অন্তরে এক অলীক খনন চলেছে সব সময়।


খনন চলছে জীবন ও জীবিকার জন্যে -
মাটির নীচে মৃত কঙ্কাল আর জ্যান্ত কঙ্কালের মধ্যে কোনো তফাৎ নেই
শুধু বেঁচে আছে মানুষ, সুখ নেই, স্বচ্ছলতা নেই।


খনন কাব্যে আজীবন কষ্টের ইমারত গড়ে ওঠে
পরিযায়ী পাখিদের মত অ-সুখের জীবন –
শুধুই শীতের দেশ খুঁজতে খুঁজতে কেটে যায় সারাটা জীবন।


      *********


রচনাকাল – ২২/১২/২০২১