রক্ত চুষে নিচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি
মুখের হাসিটা ক্রমশ উবে যাচ্ছে শরীর থেকে
খেটে খাওয়া মানুষও ভুলে গেছে অল্প সুখের মূল্য।


জীবনের রঙ কেমন ভাবে যেন পাল্টে যাচ্ছে
চোরা স্রোতে হারিয়ে যায় সুখ শান্তি ভালবাসা
স্বপ্ন দেখতে ভুলে গেছে গরীব খেটে খাওয়া মানুষ!


দুঃসময়টা ক্রমশ গিলে খাচ্ছে অসহায় মানুষগুলোকে
চোখের নীচের কালিটা যেন ঘোর অমাবস্যার অন্ধকার
দুবেলা জোটে না দুমুঠো ভাত কিংবা বাসী রুটি!


পড়ন্ত রোদ্দুরে যেন পুড়ে যাচ্ছে ভালবাসার ঘর
দলছুট হাতির মত মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ
ক্ষুধার্ত চোখগুলোর মধ্যে লুকিয়ে আছে শতাব্দী প্রচীন কান্না।


জীবনের গানে আসে না ভৈরবী সুরের মূর্ছনা
খেটে খাওয়া মানুষের অভাবের পাণ্ডুলিপি ক্রমশ ধূসর
মরা গোধূলির আলোয় ওরা কী দেখতে পাবে একটু আলোর রোশনাই!


      *********


রচনাকাল – ০৩/১১/২০২০