কবিতা  - খিড়কি
******************


খিড়কি পুকুর ঘাটে এখনও মেয়েরা বাসন মাজে
এখনও তারা শরীর ধোয়, স্নান করে -
আজও মেয়েরা খিড়কি পুকুর ছাড়তে পারে নি।


নারী শরীরের গোপন ভূখণ্ড খিড়কি পুকুর ঘাট
ইতিহাসের পাতায় আজও লেখা হয় খিড়কির গল্প
খিড়কি ঘাট জানে অনেক নারীর সুখ দুঃখের কথা।


শীত গ্রীষ্ম বারোমাসই ঐ ঘাটেই কাটে মেয়েদের সময়
কত গল্প, কত অজানা সংসারের বর্ণমালা
নিশ্চুপ শুনে নেয় খিড়কি পুকুর ঘাট।


নারীর পোশাকের গন্ধ জানে খিড়কি পুকুর
অন্ধকারেও অনুভব করে নারীর গৈরিক সৌরভ
সভ্যতা যতই এগিয়ে চলুক খিড়কি পুকুর বেঁচে থাকবে নারীদের অন্তরে।


              ***********


রচনাকাল  -  ২২|০৫|২০২০



*********************
    কবিতা   -  ভো-কাট্টা
*********************


জ্যোৎস্না রাত, চারদিকে এক মায়াময় আলোর খেলা
অথচ অন্ধকারে ডুবে আছে সমস্ত চরাচর
আকাশে এসেছে নীরবে কালো মেঘের ঘনঘটা।


তৃষ্ণা মেটে না জ্যোৎস্না রাতের অন্ধকারে
পূর্ণিমা চাঁদ হারিয়ে গেছে প্রকৃতির অকারণ কৌতুকে
নকশা কাটা নারী শরীর ভালোবাসার কথা বলে।


কাঁচা ঘুম ভেঙে গেছে ক্লান্ত ঘাস ফড়িংদের
মাঞ্জা দেওয়া কাটা সুতো পড়ে আছে ঘাসের বুকে
ঘুড়িতে কখন ফাঁস লাগে জানতে পারে না কেউই।


অস্পষ্ট আলোর বিছানায় শুয়ে আছে ভালোবাসা
শরীরগুলো কখন ঘুড়ি হয়ে আকাশে উড়তে থাকে
একটা সময় কেউ না কেউ ভো-কাট্টা হয়ে যায়।


যুগ যুগ ধরে চলে এই ভো-কাট্টা খেলা জ্যোৎস্না রাতে
কেউ জেতে কেউ হেরে যায় একটা সময়
ভালোবাসার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে জীবন বয়ে চলে।


               **********


রচনাকাল  -  ২৪/০৫/২০২০