অর্থহীন হাসছে বিকেলের মোলায়েম রোদ্দুর
তবুও শিরদাঁড়া ছুঁয়ে নামছে শীতের সন্ধ্যা
ধীরে ধীরে কমজোরি হচ্ছে ভেতরের পৌরুষ শক্তি।


বিকেল গড়িয়ে ডুবে যায় অলস সূর্যের রক্তিম আভা
এখন পাঁচটা বাজতে না বাজতেই আঁধারেই বিলীন হচ্ছে আলো
ঘরে ফেরার তাগিদ দেখা যায় মাঠের কৃষকদের।


দিকে দিকে জ্বলে উঠছে সাঁঝের আলো
মন্দিরে মন্দিরে শোনা যায় শঙ্খ ঘণ্টার ধ্বনি
সন্ধ্যা প্রদীপ দিচ্ছে গ্রাম্য বধূরা তুলসি তলায়।


ঠাণ্ডা পড়তেই খেজুর গাছে শিউলিরা কলসি বাঁধছে
গ্রাম বাংলায় নলেন গুড়ের মোয়া বরফি সুবিখ্যাত
শীতেই খেজুর গুড়ের ব্যাপক চাহিদা চোখে পড়ে।


অনেক মানুষের জীবন জীবিকা এই শীতেই -
ক্রমশ রাত্তির গভীর হচ্ছে ঠাণ্ডা বাড়ার সাথে সাথেই
শিশির সিক্ত ঘাসের বুকে জমছে হিমেল হাওয়ার পরশ।


গরীব মানুষের কষ্ট বাড়ে এই ঠাণ্ডাতেই ...
প্রয়োজনীয় শীত পোশাকের অভাবে কষ্ট বাড়ে ওদের
খোলা আকাশের নীচে জীবন যেন থমকে দাঁড়ায়।


            ********