কেউ বলছে একটা আকাশ
কেউ বলছে দুটো
আকাশ একটা কিংবা দুটো
গরীবের কপালটাই ফুটো!


লাভ লোকসান হিসাব শুধুই
তর্ক বৃথাই কেনো
আকাশ দুটো হলেই বা কী
গরীব মরবে জেনো!


পাষাণ বুকে শীতের কাঁপন
খোলা হৃদয় দুয়ার
ধূসর রাত্রি ঝিমিয়ে আছে
মনের নদীতে জোয়ার!


মাথার ঘাম ফেলছে পায়ে
অভাবের নেই শেষ
জনম জনম ঋণের বোঝা
রইবে তাঁরই রেষ!


রোজ দুবেলা দুমুঠো ভাত
পাইনা আজও খেতে
আকাশ নিয়ে আকাশ কুসুম
আছে বাবুরা মেতে!


বৃষ্টি ফোঁটা ঝরে অবিরাম
ঘরের ভেতর পড়ে
শীতে আছে নকশী কাঁথা
প্রাণ থাকেনা ধড়ে!


   ****