মেঘলা মনের বারান্দায় বসে আছে অন্ধ অতীত
ছোট্ট জীবন টুকরো মেঘের মতো ভেসে বেড়ায়
খোলা আকাশ দাপিয়ে বেড়াচ্ছে শঙ্খচিলের ডানা
ঝড়ের বেগে ধেয়ে আসছে মাটির বুকে থাবা বসাতে।


ভোরের আলোয় খুলবে এবার অন্ধ মানুষের চোখ
খোলামকুচি জীবন বাঁচতে চায় ছন্দ খুঁজে -
ছায়া ঘেরা সবুজ বনানী শহরের মতো দূষণে ভরা নয়
মুক্ত বাতাসে উড়ে বেড়ায় খুশির উৎসবের রংমশাল।


তপ্ত রোদ্দুরের তাপে ঠিকানা হারিয়ে যাবে না তো মানুষের
কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেয় নি হাওয়া অফিস
ঝরে যাওয়া এক টুকরো সুখ হৃদয়ের বন্দরে উঁকি মারছে
ফাগুন ফিরে গেছে অসহায় মানুষের বেঁচে থাকার স্বপ্ন দিয়ে ...


পড়ন্ত বিকেল হারিয়ে যান কৃষ্ণচূড়ার লাল ফুলের মাঝে
সূর্যমুখী ফুলগুলো ক্রমশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে
মানুষ কী ভুলে যাচ্ছে তাদের মুক্তির পথের উৎস কোথায়
খোলামকুচি জীবন নীল অন্ধকারে ডুবে যাচ্ছে নীরবে।


            *********


রচনাকাল  - ১৮/০৪/২০২১