দারিদ্র চোখ মুছে দাঁড়িয়ে
পূর্ণিমা চাঁদ লজ্জায় মাথা নত
ধনী গরীব এক বিছানায় শুয়ে
ফাগুন হাওয়ায় শিমুল পলাশ লাল
গরীবের ওষ্ঠ শুকিয়ে মরুভূমি
অট্টালিকায় গরীবের রক্ত লেগে
গরীবের রক্তে ধনীর জীবন দান
ক্ষুধার্ত গরীব তবুও অভুক্ত থাকে।।


        ******