চন্দন বন ঘুমিয়ে পড়েছে
নীরবে নড়ছে পাতা
জ্যোৎস্না আলো চন্দন বনে
পড়ছে কবিতার খাতা!


কিশোরী শরীরের উপত্যকা ভেঙে
সুরভিত হয় বন
পুরুষের তৃষ্ণা মেটেনা কখনো
দিয়েছে কিশোরী মন!


অগভীর জলে ডুবছে সাঁতারু
মহাসাগর হয় নারী
শ্রাবণের মেঘে ভয় তো থাকেই
ভালোবাসা করে আড়ি!


নূপুর ধ্বনিতে প্রজাপতি মন
হৃদয়ে রঙিন খুশি
উঠবে ঝড় চন্দন বনে
তাইতো মধুর হাসি!


উতলা হাওয়ায় তৃতীয় প্রহরে
চন্দন বনে ঝড়
কিশোরী শরীর চাইছে আগুন
রাত্রি যে নিশাচর!


   ****